নন্দীগ্রামে ফের সমবায় ভোটে জয় পেল বিজেপি, তৃণমূলকে হারাল সোনাচূড়ায়

আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমবায় সমিতির নির্বাচনগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একের পর এক সমবায় নির্বাচনে জয়লাভ করে বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিচ্ছে। বিরুলিয়ার পর এবার নন্দীগ্রামের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনেও সব আসনে জয় পেল বিজেপি।

রবিবার এই সমবায় সমিতির ১২টি আসনের সবকটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। এর বিপরীতে, তৃণমূল কংগ্রেস কোনো আসনই জিততে পারেনি। এই ফলাফলে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুভেন্দুর উচ্ছ্বাস

এই জয়ের পর বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নন্দীগ্রাম বিধানসভার ১ নম্বর ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ১২-০ ফলাফলে চোরদের পরাজিত করে আমাদের প্রার্থীরা জয়লাভ করেছেন।” তিনি ভোটারদের এবং জয়ী সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহেও নন্দীগ্রামের বিরুলিয়া সমবায় সমিতিতে বিজেপি একই ধরনের জয় পেয়েছিল, যেখানে ১২টি আসনেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। পরপর দুটি সমবায়ে বিজেপির এই নিরঙ্কুশ জয় বিধানসভা ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জয় বিজেপির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে এবং তৃণমূলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।