অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর,

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ছত্তীসগঢ়ের রায়পুরে এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার মানা থানায় বিজেপি নেতা গোপাল সামন্ত এই অভিযোগটি দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বি এন এস)-এর ১৯৬ এবং ১৯৭ ধারায় মামলা করা হয়েছে। এই ধারাগুলো সাধারণত ধর্ম, জাতি বা জন্মস্থানের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা এবং দেশের ঐক্য নষ্ট করার মতো অপরাধের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

কী বলেছিলেন মহুয়া?

এই বিতর্কের শুরু হয় গত বৃহস্পতিবার নদিয়ার একটি অনুষ্ঠানে মহুয়া মৈত্রের একটি মন্তব্য থেকে। তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব অমিত শাহের। আর তিনি যদি তা না পারেন, তাহলে প্রথম কাজ হবে অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখা।” এই মন্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

কেন এই অভিযোগ?

অভিযোগকারী বিজেপি নেতা গোপাল সামন্ত বলেছেন যে, মহুয়ার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। তিনি আরও বলেন, একজন সাংসদ হিসেবে এমন বিভেদ সৃষ্টিকারী মন্তব্য করা ঠিক নয়। পুলিশ জানিয়েছে, ১৯৭১ সাল থেকে রায়পুরের মানা ক্যাম্প এলাকায় অনেক বাংলাদেশি শরণার্থী বসবাস করছেন। মহুয়ার এই মন্তব্য তাদের মধ্যে ভয় ও ক্ষোভ তৈরি করতে পারে।

রায়পুরের এসএসপি লাল উমেদ সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে মহুয়াকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে কৃষ্ণনগরেও মহুয়ার বিরুদ্ধে একই ধরনের একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।