উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটের আগে নৈশভোজে বসছেন এনডিএ সাংসদরা

আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ জোটের সব সাংসদকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। মনে করা হচ্ছে, এই ধরনের অনুষ্ঠান জোটের শরিকদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে।

এনডিএ-র এক প্রবীণ নেতা জানিয়েছেন, এই ধরনের বৈঠক আগেও হয়েছে। এতে দলের সব সদস্যের মধ্যে বোঝাপড়া বাড়ে এবং নিজেদের মধ্যে ঐক্য আরও বাড়ে। যদিও জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণণের ওপর সবার সম্পূর্ণ সমর্থন আছে, তবুও এই নৈশভোজ ভোট দেওয়ার সময় সাংসদদের মধ্যে সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করবে।

কেন হচ্ছে এই নির্বাচন?

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎ পদত্যাগ করার পর নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এনডিএ জোট তাদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল এবং তামিলনাড়ুর বিজেপি নেতা সি পি রাধাকৃষ্ণণকে বেছে নিয়েছে। অন্যদিকে, বিরোধী দলগুলো তাদের প্রার্থী হিসেবে তেলেঙ্গানার প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি রেড্ডিকে মনোনীত করেছে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীই দক্ষিণ ভারতের হওয়ায় এই লড়াইকে ‘দক্ষিণ বনাম দক্ষিণ’ লড়াই হিসেবে দেখা হচ্ছে।

কে এই সি পি রাধাকৃষ্ণণ?

সি পি রাধাকৃষ্ণণ বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। এর আগে তিনি ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং পুদুচেরিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তামিলনাড়ুর তিরুপুরে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ দু’বার কোয়েম্বাটুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) দিয়ে। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং দলের অন্যতম প্রভাবশালী নেতা হয়ে ওঠেন।