জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল গাড়ি, অল্পের জন্য বাঁচলেন চালক

১৯ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎ একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। রবিবার সকাল ১০টার দিকে দুর্গাপুরের মেনগেট ও কাদারোড এলাকার মাঝে এই ঘটনা ঘটে। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গাড়িটিতে যান্ত্রিক সমস্যা থাকায় সেটিকে সার্ভিস সেন্টারে সারানোর জন্য পাঠানো হয়েছিল। মেরামতের পর সেটি টেস্ট রাইডের জন্য দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে ছিল। হঠাৎ গাড়ির সামনের অংশে আগুন ধরে যায়। বিপদ বুঝে গাড়ির চালক দ্রুত বেরিয়ে আসেন, যার ফলে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।

জাতীয় সড়কে গাড়িটিতে আগুন লাগার কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে ছিল। দমকলকর্মীরা আগুন নেভানোর পর পোড়া গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরই যান চলাচল আবার স্বাভাবিক হয়। এই বিষয়ে দমকলের দুর্গাপুর সিটি সেন্টার স্টেশনের কর্মকর্তা রাজীব ঘটক জানান, “শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি, কিন্তু গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।” প্রাথমিক ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।