আহান পাণ্ডে নয়, ‘সাইয়ারা’র নায়কের আসল নাম জানেন কি? নিজেই জানালেন অভিনেতা
August 31, 2025

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত প্রথম ছবি ‘সাইয়ারা’তেই অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেতা অহন পাণ্ডে। কিন্তু অনেকেই জানেন না যে তার আসল নাম অহন নয়, বরং অন্যকিছু।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অহন নিজেই তার আসল নামের কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমার আসল নাম যশ।” তিনি আরও জানান, যেহেতু তার আসল নাম ‘যশ’ এবং তার প্রথম ছবির প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’-এর নাম একই, তাই এই নামটি তার নামের সঙ্গে মিলে গেছে। যশরাজ ফিল্মসের ছবিতে কাজ করা তার জন্য একটি স্বপ্নের মতো ছিল বলেও জানান তিনি।
‘সাইয়ারা’ ছবিটি মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে ছবির গানগুলো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রথম ছবিতেই অহনের অভিনয় প্রশংসা পেয়েছে এবং তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।