বেআইনিভাবে নির্মাণ, নিউ টাউনে ২৬ তলা বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট

বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। নিউ টাউনের একটি ২৬ তলা বহুতলকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। একই সঙ্গে, এই বেআইনি অনুমোদনের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৭ সালে কেপ্পেল ম্যাগনাস প্রাইভেট লিমিটেড নিউ টাউনে ২৩ তলার ১৫টি টাওয়ার নিয়ে একটি আবাসন প্রকল্প শুরু করেছিল। পরে ২০১৪ সালে এলিটা গার্ডেন ভিস্তা প্রজেক্টস নামে একটি সংস্থা সেই প্রকল্পটি কিনে নেয়। এরপর তারা নতুন করে অনুমোদন নিয়ে ১৬ নম্বর একটি অতিরিক্ত টাওয়ার তৈরি করে, যার উচ্চতা ছিল ২৬ তলা এবং তাতে ফ্ল্যাটের সংখ্যা ছিল ২৩৩টি।
এই অতিরিক্ত টাওয়ারের বিরুদ্ধে বাকি ১৫টি টাওয়ারের বাসিন্দারা আদালতে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, এই উঁচু ভবনের কারণে তাদের ফ্ল্যাটে সূর্যের আলো এবং বাতাস আসা বন্ধ হয়ে গেছে। তারা আরও দাবি করেন যে, মূল অনুমোদন অনুযায়ী প্রকল্পে ১৫টির বেশি টাওয়ার থাকার কথা ছিল না, তাই অতিরিক্ত টাওয়ারটি বেআইনি।
দীর্ঘ শুনানির পর আদালত রায় দিয়েছে যে, ক্রেতারা ২০০৭ সালের অনুমোদিত শর্ত মেনেই ফ্ল্যাট কিনেছিলেন। নতুন টাওয়ারটি তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা। আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী দুই মাসের মধ্যে ২৬ তলা টাওয়ারটি ভেঙে ফেলতে হবে।
আদালত আরও নির্দেশ দিয়েছে, ওই টাওয়ারের ফ্ল্যাট ক্রেতাদের তাদের বিনিয়োগ করা টাকা ৭ শতাংশ সুদসহ নির্মাণ সংস্থাকে ফিরিয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র যেসব কর্মকর্তা এই বেআইনি অনুমোদনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি তদন্ত চালানোর জন্য স্টেট ভিজিল্যান্স কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।