‘দাগি’ শিক্ষকদের তালিকায় TMC বিধায়কের বৌমা, শশুর শুনেই বললেন ‘তাতে কী হয়েছে’?

স্কুল সার্ভিস কমিশন (SSC) কর্তৃক প্রকাশিত ‘দাগি’ বা ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শনিবার প্রকাশিত এই তালিকার ১২৬৯ নম্বরে তার নাম রয়েছে। এর ফলে বিরোধীরা নির্মল ঘোষকে সরাসরি আক্রমণ করেছে।

এসএসসি-কে সুপ্রিম কোর্ট ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, কমিশন শনিবার মোট ১৮০৪ জনের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকায় শম্পা ঘোষের নাম দেখতে পেয়ে বিজেপি তৃণমূলকে নিশানা করেছে। স্থানীয় বিজেপি নেতা জয় সাহা বলেন, “এই দুর্নীতি সারা রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা রাস্তায় বসে থাকবে, এটাই এখনকার শিক্ষা ব্যবস্থা।”

তবে এই অভিযোগকে খুব একটা গুরুত্ব দিতে চাননি নির্মল ঘোষ। তিনি প্রথমে সাংবাদিকদের প্রশ্নে বলেন, “কী হয়েছে তাতে?” পরে তিনি বলেন, “আইন তার নিজের পথে চলবে। সত্য একদিন সামনে আসবে। আমার কাছে কোনো কাগজপত্র নেই। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টি বিচারাধীন আছে, সেখানেই সত্য-মিথ্যা প্রমাণ হবে।”

এদিকে, শম্পা ঘোষ নিজে এই তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আদালতে এসএসসি বারবার বলেছে যে ওএমআর শিট নষ্ট হয়ে গেছে। তাহলে তারা কোন তথ্যের ভিত্তিতে যোগ্য-অযোগ্যদের এই তালিকা তৈরি করল?” এই প্রশ্নের উত্তর পেতে তিনি দ্রুত আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

এই ঘটনায় তৃণমূল শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। এখন দেখার, শম্পা ঘোষের আইনি পদক্ষেপের পর এই বিতর্কের জল কতদূর গড়ায়।