বাংলায় কথা বলায় কাজ থেকে ছাঁটাই! বাংলার মাটিতেই বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ

মহারাষ্ট্র বা গুজরাত নয়, এবার পশ্চিমবঙ্গের মাটিতেই বাঙালি শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি কারখানায় শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বেশ কিছু বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ দেখান।

ভাঙড়ের নলমুড়ি এলাকার ‘অশোকা সু কোম্পানি’র কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করতেন। শ্রমিকদের অভিযোগ, নতুন ম্যানেজার অজয় শ্রীবাস্তব এসে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বলেন, “এখানে অবাঙালি শ্রমিকদের কাজে নেওয়া হবে। বাঙালি শ্রমিকদের রাখা চলবে না।” ম্যানেজার তাদের কাজ করতে বাধা দেন এবং অনেককে কাজ থেকে বের করে দেন।

শ্রমিকদের একজন মনিরুল মোল্লা জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই কোম্পানিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ করেই নতুন ম্যানেজার এসে বলেন যে তিনি বাংলায় কথা বলেন, তাই তার আর কাজে আসার দরকার নেই। শ্রমিক রাজিবুল মোল্লা অভিযোগ করেন, ওই ম্যানেজার উত্তর প্রদেশ থেকে এসেছেন এবং নিজের ইচ্ছেমতো অবাঙালি শ্রমিকদের কাজে নিচ্ছেন।

শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করলে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি বলেন, “শ্রমিকরা বলছে বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের ছাঁটাই করা হয়েছে। অন্যদিকে কোম্পানি বলছে, কাজ সঠিকভাবে না করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি হুঁশিয়ারি দেন, যদি প্রমাণিত হয় যে শুধু বাংলা বলার কারণে শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে, তাহলে তারা বড় আন্দোলন শুরু করবেন। তবে কোম্পানি এখনও কোনো মন্তব্য করেনি।

যেখানে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন, সেখানে নিজেদের রাজ্যেই এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, বাংলার শ্রমিকদের নিরাপত্তা কোথায়?