SSC ‘দাগি’ তালিকায় মেয়ে রোশনারার নাম, শুনেই তৃণমূল বিধায়ক হামিদুর যা বললেন

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ্যে আসার পর এবার নতুন করে শোরগোল পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। কারণ, প্রথম তালিকায় নাম না থাকলেও পরে মধ্যরাতে সেই তালিকায় নাম যোগ হয়েছে স্থানীয় বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগমের।
এই বিষয়ে বাংলা সংবাদ মাধ্যম টিভি৯ বাংলা হামিদুর রহমানকে ফোন করলে তিনি বলেন, “ওরা কোর্ট কেস করেছে। এখন বিষয়টা মেয়ে-জামাই দেখুক। ওরা তো কোর্ট কেস করছে।” তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্রথমে ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে। কিন্তু সেই তালিকায় হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম ছিল না। টিভি৯ বাংলা এই বিষয়টি তুলে ধরার পর বিতর্ক শুরু হয়। এরপরই মধ্যরাতে এসএসসি আরও একটি সংশোধিত তালিকা প্রকাশ করে, যেখানে বিধায়ক-কন্যার নাম যোগ করা হয়।
রোশনারা বেগম ২০১৮ সাল থেকে কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করতেন। মজার বিষয় হলো, এসএসসির হলফনামায় রোশনারা নিজেই তার এই নিয়োগকে বেআইনি বলে স্বীকার করেছিলেন। এই সত্ত্বেও তার নাম প্রথম তালিকায় না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এখন নাম যোগ হওয়ায় বিতর্ক আরও বেড়েছে।