ফের গণধর্ষণ! চাকরির টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ ৫ যুবকের, চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

বিজেপি-শাসিত ওড়িশায় আবারও এক গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। ময়ূরভঞ্জ জেলায় ২২ বছরের এক তরুণী পাঁচজন যুবকের গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে এবং বাকিদের খুঁজছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ওই তরুণী তার পরিচিত দুই যুবকের কাছ থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলেন। তারা বাংরিপোশি এলাকা থেকে গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়। এরপর বাড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে উদালা থানার অন্তর্গত একটি নির্জন জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়।

পুলিশের কাছে দেওয়া বয়ানে ওই তরুণী জানিয়েছেন, মাঝরাস্তায় গাড়িতে আরও তিনজন যুবক ওঠে। এরপর পাঁচজন মিলে তাকে ওই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা তাকে রাস্তাতেই ফেলে পালিয়ে যায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই পরিচিত যুবককে আটক করেছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।