আরামবাগ থেকে গোঘাট! পর পর দেহ উদ্ধার দুই মহিলার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

হুগলির আরামবাগ এবং গোঘাট থেকে রবিবার সকালে দুই মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনার ক্ষেত্রেই মৃত মহিলাদের পরিচয় এখনো জানা যায়নি।

আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাছে রেললাইনের পাশে একটি ঝোপের মধ্যে এক মহিলার পচাগলা দেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। দেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই মহিলা। খবর পেয়ে রেল পুলিশ এবং আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃতার পরিচয় জানার চেষ্টা করছে।

একই দিনে সকালে গোঘাটের মান্দারণে ৭ নম্বর রাজ্য সড়কের পাশে একটি খালের জলে আরেক মহিলার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গোঘাট থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই মহিলারও পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

দুটি ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ জানার চেষ্টা করছে এই দুই মহিলার মৃত্যুর কারণ কী এবং তারা কোথা থেকে এসেছিলেন।