৭৫ জনের কাছ থেকে চাকরি বিক্রির টাকা নিয়েছিলেন জীবন, বড়সড় তথ্য সামনে আনল ED

নিয়োগ দুর্নীতির মামলায় বড়সড় তথ্য সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের জমা দেওয়া নথিতে দাবি করা হয়েছে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অন্তত ৭৫ জনের কাছ থেকে চাকরি বিক্রি করে টাকা নিয়েছিলেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করছে ইডি।

ইডি সূত্রের খবর, কখনও নগদ টাকা, আবার কখনও সরাসরি জীবনকৃষ্ণ সাহা এবং তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। এই টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি জীবনকৃষ্ণ সাহার কাছে টাকা ফেরত চাইছেন। এই ভিডিও প্রসঙ্গে তিনি দু’রকম মন্তব্য করেছেন। প্রথমে আদালতে ঢোকার সময় ভিডিওটিকে ‘পুরনো’ এবং ‘বাজে’ বললেও, পরে আদালত থেকে বের হওয়ার সময় তিনি ভিডিওটির সত্যতা অস্বীকার করেন।

তবে এই ভিডিওটি নতুন না পুরনো, তার চেয়েও বড় প্রশ্ন হলো, তিনি সত্যিই চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন কি না। ইডি-র নথি সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে।

সোমবার ইডি-র অফিসারদের দেখে পালানোর চেষ্টা এবং নিজের মোবাইল ফোন লুকিয়ে ফেলার চেষ্টার পর জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হলে তাকে আদালতে তোলা হয়। সেখানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। আদালতের কাঠগড়ায় ওঠার আগে তিনি ছেলেকে জড়িয়ে ধরেন এবং তারপর হাউহাউ করে কাঁদতে শুরু করেন।

বিচারক তাকে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।