অযোগ্য শিক্ষকদের তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম, আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে এবার নাম উঠেছে তৃণমূলের এক নেত্রীর। রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম এই তালিকায় রয়েছে। এই খবর সামনে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
কুহেলি ঘোষ চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা। তার দাবি, তিনি নিজের যোগ্যতায় এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছেন। তিনি জানান, এর আগেও ২০২২ সালে সিবিআইয়ের তালিকায় তার নাম উঠেছিল, কিন্তু তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
এই নতুন তালিকা প্রকাশের পর কুহেলি ঘোষ জানিয়েছেন যে তিনি এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই করবেন। তিনি বলেন, “আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, কোনো অন্যায় করিনি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে আমি আদালতে যাব।”
এই ঘটনায় একদিকে যেমন বিরোধী দলগুলো তৃণমূলকে আক্রমণ করছে, তেমনই শাসক দলের মধ্যে অস্বস্তি বাড়ছে। এখন দেখার বিষয়, কুহেলি ঘোষ তার দাবি প্রমাণ করতে পারেন কিনা এবং এই আইনি লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়।