সরকারি আধিকারিক পরিচয় দিয়ে হাতিয়ে নিলেন ২০০ কোটি! ইডি-র জালে যুবক, ত্রিপুরায় চাঞ্চল্য

নিজেকে ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে উৎপল কুমার চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উৎপলের কাছ থেকে ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের জাল স্ট্যাম্প, ভুয়ো পরিচয়পত্র এবং নানা নকল নথি উদ্ধার করা হয়েছে।
প্রতারণার জাল
ইডি সূত্রে খবর, উৎপল এই জাল নথিগুলো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন। শুধু তাই নয়, একটি ভুয়ো বেসরকারি সংস্থা খুলে তিনি বহু প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও প্রতারণা করেছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, উৎপল নিজেকে ত্রিপুরার উচ্চশিক্ষা দফতরের অধিকর্তা পরিচয় দিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। বহু ছাত্রছাত্রীকে ভালো কলেজে ভর্তি করিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি তাদের কাছ থেকে টাকা নিতেন। এমনকি একটি স্বীকৃত বেসরকারি সংস্থার ‘ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (FCRA)’ অ্যাকাউন্ট ব্যবহার করেও তিনি টাকা লেনদেনের চক্র চালাতেন।
প্রভাবশালীদের যোগসাজশের অনুমান
ইডির একটি সূত্র জানিয়েছে, উৎপলের সঙ্গে ত্রিপুরা সরকারের কিছু বড় কর্মকর্তার যোগাযোগ ছিল। তাদের মাধ্যমেই তিনি বড় ব্যবসায়ী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া শুরু করেন। ত্রিপুরা ছাড়াও দিল্লি, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গেও তাঁর প্রতারণার জাল ছড়িয়ে ছিল।
ইডি এখন উৎপলকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীদের ধারণা, সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এত বড় আকারের প্রতারণা সম্ভব নয়। তাই এই চক্রে আরও বড় নাম যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।