নিয়োগ দুর্নীতি! অযোগ্যদের তালিকায় নাম আসতেই ‘ভ্যানিশ’ পার্থর ‘ঘনিষ্ঠ’ সাহিনা, বাড়িতে ঝুলছে তালা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় নাম ওঠার পর থেকেই হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানা নিখোঁজ। শনিবার তালিকা প্রকাশের পর থেকেই তার গ্রামের বাড়িতে তালা ঝুলছে।

টিভি৯ বাংলার সাংবাদিকরা তার বাড়িতে গেলে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। প্রতিবেশীরাও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি, অনেকেই লুকিয়ে পড়েন। তবে এলাকাবাসীর কথায়, শুক্রবারও সাহিনা সুলতানাকে এলাকায় দেখা গিয়েছিল। তাই হঠাৎ করে তিনি কোথায় গেলেন, সেই প্রশ্ন উঠেছে।

সাহিনা সুলতানা তৃণমূলের একজন প্রভাবশালী নেত্রী। তিনি হুগলি জেলা পরিষদের বর্তমান সদস্যা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। এই সময়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়। প্রথমে তিনি বাঁকুড়ার একটি স্কুলে চাকরি পেয়েছিলেন, পরে তিনি বদলি হয়ে খানাকুলের রাজহাটি-বন্দর হাই স্কুলের শিক্ষিকা হন।

তিনি খানাকুল ১ নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙার বোন। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী বলেন, “আমাদের অনেক নেতাই তো জেলে আছে। এই নিয়ে আর কিছু বলব না।”

অযোগ্যদের তালিকায় নাম আসার পর সাহিনা সুলতানার হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।