SSC ‘দাগি’ তালিকা নিয়ে বড় চমক, অবশেষে আলাদা হলো ‘চাল’ ও ‘কাঁকড়!’ মিলল ১৮০৪ জনের নাম

সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন (SSC) ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে চাকরি পাওয়া ১৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে। শনিবার রাতে এই তালিকা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। তবে তালিকাটি সম্পূর্ণ নয় দাবি করে বিরোধীরা রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে নিশানা করেছে।
বিরোধীদের অভিযোগ
প্রকাশিত তালিকায় শুধু নাম এবং রোল নম্বর রয়েছে। কিন্তু প্রার্থীরা কোন স্কুলে বা কোন বিষয়ে শিক্ষকতা করেন, তার কোনো উল্লেখ নেই। এই নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআই (এম)-এর নেতা সুজন চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, “কোর্টে বলেছিল ৫৪৮৫ জন, হয়ে গেল ১৮০৪?”
সুজন চক্রবর্তী আরও অভিযোগ করেছেন, এই তালিকা অসম্পূর্ণ। তিনি সরাসরি তৃণমূলকে আক্রমণ করে জানতে চেয়েছেন, “দাগি তৃণমূল নেতারা কারা? কে কত টাকা দিয়েছে? আর কারা টাকা নিয়েছে? লুটের টাকা কবে ফেরত দেওয়া হবে?” তিনি এও দাবি করেছেন যে এই তালিকায় তৃণমূলের অনেক নেতা এবং তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে।
তালিকায় বেশ কিছু তৃণমূল নেতার নাম
প্রকাশিত তালিকায় বেশ কিছু তৃণমূল নেতার নাম পাওয়া গেছে বলে জানা গেছে। এদের মধ্যে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, জলচকের অঞ্চল সভাপতি অজয় মাঝি এবং খানাকুলের তৃণমূল নেতা বিভাস মালিক ও তাঁর স্ত্রীর নাম রয়েছে। এই সব অভিযোগের পর সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, “দাগি আর তার মাথাদের কলার ধরে জেলে ঢোকানো হবে কবে?”
এর আগে সুপ্রিম কোর্ট ২৮ আগস্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী শনিবার রাতে ১৮০৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় স্কুলের নাম ও বিষয় উল্লেখ না থাকায় বিতর্ক আরও বেড়েছে।