‘হোটেলে যাবি?’, ভরা ক্লাসরুমেই ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের! রাজি না হওয়ায়…..

উত্তর প্রদেশের মীরাটের কাছে পরিক্ষিতগড়ে এক শিক্ষক সাত বছরের এক ছাত্রীকে ভরা ক্লাসরুমে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট ক্লাসে পড়ার সময় শিক্ষক অনুরাগ ওই ছাত্রীকে কাছে ডাকেন। সকলের সামনেই তাকে ‘আমার সঙ্গে হোটেলে যাবি?’ বলে প্রস্তাব দেন। ছাত্রীটি প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকিও দেন শিক্ষক।
ভয় পেয়ে ছাত্রীটি প্রথমে স্কুলের প্রিন্সিপালকে জানায় এবং পরে বাড়িতে গিয়ে তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে। এরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ এই ঘটনায় পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। স্কুল কর্তৃপক্ষও দ্রুত ব্যবস্থা নিয়ে ওই শিক্ষককে দুই মাসের জন্য সাসপেন্ড করেছে।
শুধু এই ঘটনাই নয়, সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার আরও অনেক ঘটনা সামনে এসেছে।
হিমাচল প্রদেশ: সিরমুরের একটি সরকারি স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণির ২৪ জন ছাত্রী এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিল। তারা অভিযোগ করেছিল যে পড়া বোঝানোর নাম করে শিক্ষক তাদের সঙ্গে অশালীন আচরণ করতেন এবং ফাঁকা ক্লাসে যৌন হেনস্তা করতেন।
বিহার: বিহারের মধুবনীতে একটি কোচিং সেন্টারে এক শিক্ষক ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক রাকেশ যাদবকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ধরনের ঘটনাগুলো ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।