প্রায় সাত বছর পর চিনে মোদী, ‘সীমান্ত শান্তি’ নিয়ে জিনপিঙের সঙ্গে বৈঠকে যা যা বললেন..?

প্রায় সাত বছর পর চিনে গিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিয়ানজিন শহরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে তাঁর বৈঠক হয়। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এই আলোচনায় ভারত ও চিনের সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। মোদী বৈঠকের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে তাঁকে হিন্দিতে কথা বলতে শোনা যায়।
মোদী-জিনপিঙের বার্তা
বৈঠকের শুরুতেই মোদী শি জিনপিঙকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “গত বছর কাজ়ানে আমাদের আলোচনার পর সীমান্তে শান্তি ফিরে এসেছে। এর ফলে কৈলাস মানস সরোবর যাত্রা এবং সরাসরি বিমান চলাচল আবার শুরু হয়েছে।” মোদী আরও বলেন যে, দুই দেশের মানুষের ভবিষ্যৎ ভারত-চিন সম্পর্কের উপর নির্ভর করে। এই সম্পর্কের উন্নতি হলে গোটা বিশ্বেরই ভালো হবে। তিনি পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে সম্পর্ককে আরও মজবুত করতে চেয়েছেন।
শি জিনপিঙও এই বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেন, “পৃথিবী এখন বদলে যাচ্ছে। চিন ও ভারত, উভয়ই সভ্য ও জনবহুল দেশ। আমাদের প্রতিবেশী হিসেবে একসঙ্গে কাজ করা দরকার।” তিনি বলেন, “ড্রাগন (চিন) এবং হাতি (ভারত) একসঙ্গে হলে তা গোটা বিশ্বের জন্য ভালো হবে।”
বৈঠকের গুরুত্ব
আমেরিকার শুল্ক নীতির কারণে যখন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে চাপ বাড়ছে, তখন মোদী ও জিনপিঙের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১০ মাস পর দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এবারের এসসিও প্লাস সম্মেলনে মোট ২০টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে চিন, ভারত এবং পাকিস্তানও আছে।