‘জিতে গেল ক্যান্সার’..৩৮ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে

টেলিভিশন এবং মারাঠি সিনেমার পরিচিত মুখ, অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি মারা গেছেন। রবিবার সকালে মুম্বইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
হিন্দি ও মারাঠি সিরিয়ালের প্রিয় মুখ
১৯৮৭ সালে মুম্বইতে জন্ম নেওয়া প্রিয়া মারাঠে খুব অল্প বয়সেই অভিনয় জগতে আসেন। মারাঠি সিরিয়াল ‘ইয়া সুখানোয়া’ দিয়ে তাঁর যাত্রা শুরু হয়। এরপর ‘চার দিবস সাসুছে’ তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। শুধু মারাঠি নয়, হিন্দি সিরিয়ালেও তিনি সমান জনপ্রিয়তা পান। বালাজি টেলিফিল্মসের বিখ্যাত সিরিয়াল ‘কসম সে’-তে বিদ্যা বালির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নেন। এছাড়াও ‘পবিত্র রিশতা’, ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’, ‘ভারত কে বীর পুত্র-মহারাণা প্রতাপ’-এর মতো সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলে।
ব্যক্তিগত জীবন
২০১২ সালে প্রিয়া বিয়ে করেন অভিনেতা শান্তনু মোঘেকে। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় ছিলেন এবং প্রায়ই স্বামীর সঙ্গে নিজের ভ্রমণের ছবি শেয়ার করতেন। তবে গত এক বছর ধরে তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। প্রিয়ার অনুরাগীরা জানতেই পারেননি যে তিনি এত কঠিন রোগের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর হঠাৎ চলে যাওয়ায় পরিবার, বন্ধু এবং সহকর্মীরা শোকাহত। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।