মুখে ‘না’ বললেও SIR-কে সমর্থন করছে তৃণমূল, দাবি বিজেপির

‘নিবিড় ভোটার তালিকা সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে, মুখে বিরোধিতা করলেও বাস্তবে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি নথি প্রকাশ করে এই দাবি করেছেন।
জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, তৃণমূল ইতিমধ্যে কয়েকটি জেলার বুথ লেভেল এজেন্টের (বিএলএ-১) তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তৃণমূল বাইরে ‘নো এসআইআর’ বলে আন্দোলন করছে, কিন্তু কমিশনের খাতায় তারা ‘ইয়েস এসআইআর’ বলছে।” তার মতে, তৃণমূল ভেতরে এক কথা বলছে আর বাইরে কর্মীদের অন্য কথা বোঝাচ্ছে। জগন্নাথের কটাক্ষ, যদি সাহস থাকে, তাহলে তৃণমূল তাদের বিএলএ-১ তালিকা প্রত্যাহার করুক।
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এসআইআর’-কে সমর্থন করার প্রশ্নই ওঠে না। তার ব্যাখ্যা, বিজেপি যাতে বুথে ‘ফাঁকা মাঠ’ না পায়, সেজন্য কৌশলগত কারণেই তৃণমূল এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। কুণাল ঘোষের দাবি, এই প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্য হলো ‘এসআইআর’ প্রতিহত করার লড়াই বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত চালিয়ে যাওয়া।
উল্লেখ্য, নির্বাচন কমিশন যে ‘এসআইআর’ প্রক্রিয়া শুরু করেছে, তা নিয়ে শুরু থেকেই তৃণমূল আপত্তি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, এর আড়ালে বিজেপি ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি বলছে, কমিশন সাংবিধানিক নিয়ম মেনেই কাজ করছে। এখন দেখার বিষয়, এই নতুন বিতর্কের জল কতদূর গড়ায়।