অবশেষে প্রকাশিত হলো এসএসসি-র ‘দাগি’দের তালিকা, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি (School Service Commission) ১৮০৪ জন ‘অযোগ্য’ প্রার্থীর নাম প্রকাশ করেছে। এই প্রার্থীদের নিয়োগে অনিয়ম ছিল বলে আদালত জানিয়েছে। এই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর রয়েছে।

এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে রাজ্য সরকার এবং এসএসসির দিকে আঙুল তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য ঘোষণা করেছে, তাদের কেন আবার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল? এই ঘটনা প্রমাণ করে, এসএসসি এবং রাজ্য সরকার একে অপরের সঙ্গে জড়িত। তিনি আরও অভিযোগ করেছেন যে, এই তালিকায় তৃণমূলের বেশ কিছু নেতা ও তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে।

অন্যদিকে, এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ১৮০৪ জন প্রার্থীকে নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে বসতে দেওয়া হবে না। যদি কোনোভাবে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে থাকেও, তবে পরীক্ষার ফলাফল বাতিল করা হবে।