পরিযায়ী শ্রমিকদের হেনস্তা, বিজেপিকে ‘হুলিয়া’ দেওয়ার হুঁশিয়ারি উদয়ন গুহর

পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দিল্লি, ওড়িশা সহ বেশ কিছু বিজেপি-শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলা হচ্ছে। এই অভিযোগকে হাতিয়ার করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

উদয়ন গুহ বলেছেন, যে সমস্ত গ্রামের শ্রমিকরা বিজেপি-শাসিত রাজ্যে গিয়ে হেনস্তার শিকার হবেন, সেইসব গ্রামে বিজেপি কর্মীদের ঢোকা বন্ধ করে দিতে হবে। এখানেই না থেমে তিনি আরও বলেন, প্রয়োজনে ওইসব গ্রামে ১৪৪ ধারা জারি করে বিজেপির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। মন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা, কর্ণাটক-এর মতো রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করা হচ্ছে। এমনকি, অনেককে কাজ থেকেও বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে তৃণমূল সাংসদরা সংসদেও সরব হয়েছেন।

তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজেন্দ্র বসু বলেছেন, বিজেপি চায় না কোনো পরিযায়ী শ্রমিক হয়রানির শিকার হোক। তিনি বলেন, নির্বাচনের আগে তৃণমূল নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দেখে এই ধরনের মিথ্যা গল্প বানাচ্ছে। বিরাজেন্দ্র বসুর মতে, উদয়ন গুহ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের উসকানিমূলক মন্তব্য করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উদয়ন গুহর এই মন্তব্যে রাজনীতির পারদ আরও চড়বে। এতদিন তৃণমূল কেবল শ্রমিক হেনস্তার ঘটনা তুলে ধরে বিজেপির সমালোচনা করছিল। কিন্তু একজন মন্ত্রীর প্রকাশ্যে গ্রামে বিজেপি কর্মীদের ঢোকা বন্ধ করার ডাক দেওয়া এক নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে বিজেপি যে আরও বেশি আক্রমণাত্মক হবে, তা স্পষ্ট।