“বিজেপিকে সেখানে ঢুকতে দেব না”-উদয়ন গুহর হুলিয়া জারির হুঙ্কার, ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রীর

কোচবিহারে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে যদি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়, তবে সেই গ্রামে বিজেপি নেতাদের প্রবেশ করতে দেওয়া হবে না।
শনিবার কোচবিহারের বামনহাটে একটি স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী উদয়ন গুহ এই কথা বলেন। তিনি বলেন, “যেসব গ্রামে আমাদের মানুষের ওপর আক্রমণ হবে, সেখানে আমরা ‘হুলিয়া’ জারি করব। বিজেপিকে সেইসব গ্রামে ঢুকতে দেব না।”
তিনি আরও বলেন, “পোয়াতুরকুঠির কোনো মানুষ যদি দিল্লিতে আক্রান্ত হন, তাহলে সেখানেই ১৪৪ ধারা জারি হয়ে যাবে, তবে তা বিজেপির বিরুদ্ধে।” মন্ত্রীর এই মন্তব্য নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
উদয়ন গুহর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন অভিযোগ করেন, উদয়ন গুহ প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ভয় দেখাচ্ছেন। তিনি বলেন, “উনি তো সব সময়ই ‘হুলিয়া’ জারি করেন, এটাই ওনার কাজ। কোথায় হেনস্থা হচ্ছে আগে তা দেখান। শুধু শুধু মানুষের মধ্যে ভয় ছড়িয়ে রাজনীতি করেন।”
তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর প্রায়ই নির্যাতন চালানো হয়। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহার, গুজরাট এবং উত্তরপ্রদেশে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণের অভিযোগ তুলেছেন। তৃণমূলের নেতারাও এই বিষয়ে বারবার প্রতিবাদ করেছেন। তাদের বক্তব্য, অন্য রাজ্যে যদি আমাদের মানুষদের ওপর হামলা হয়, তবে তারা চুপ করে থাকবেন না।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনে জেতার পর উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। উদয়ন গুহ আগেও বিভিন্ন সময়ে বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন, কিন্তু এবার তার ভাষা আরও কঠোর। একজন মন্ত্রী হয়ে ‘হুলিয়া জারি’ বা ‘১৪৪ ধারা জারি’ করার মতো মন্তব্য করা কতটা ঠিক, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই মন্তব্য কেন্দ্র-রাজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।