সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল SSC, তালিকায় মোট ১,৮০৪ জন

অবশেষে স্কুল সার্ভিস কমিশন (SSC) চাকরি বাতিল হওয়া অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট এই তালিকা প্রকাশের জন্য কমিশনকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই নির্দেশ মেনে শনিবার রাতে এসএসসির ওয়েবসাইটে এই তালিকা দেওয়া হয়।

এই তালিকায় মোট ১,৮০৪ জন অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর রয়েছে। তবে তারা কোন স্কুলে চাকরি করতেন, তার কোনো উল্লেখ নেই। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদেরও আলাদা করে দেখানো হয়নি। প্রথমে একটি খসড়া তালিকা প্রকাশিত হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়। এরপর রাতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রাজ্য সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করে। আদালত প্রশ্ন তোলে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ৭ দিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেয় এবং জানায় যে, অযোগ্য প্রার্থীরা আগামী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না।

‘যোগ্য’দের ক্ষোভ

রাজ্য স্কুল সার্ভিস কমিশন আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে বলে ঘোষণা করেছে। এই পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, এক দশক আগে পরীক্ষা দেওয়ার পর নতুন করে আবার পরীক্ষা দিলে নতুন প্রজন্মের পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করা তাদের পক্ষে কঠিন হবে। তারা আলাদা পরীক্ষার দাবি জানিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।