“জম্মু-কাশ্মীরে ঢুকিয়েছিল ১০০ জঙ্গি”-এনকাউন্টারে খতম ‘হিউম্যান জিপিএস’ সমন্দর চাচা

জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে নিরাপত্তা বাহিনী বড় ধরনের সাফল্য পেয়েছে। নওশেরা নার এলাকায় একটি এনকাউন্টারে কুখ্যাত সন্ত্রাসী ও হিজবুল কমান্ডার বাগু খান ওরফে সমন্দর চাচা নিহত হয়েছে। গত ২৮শে আগস্ট রাতে সে ভারতে ঢোকার চেষ্টা করছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সংঘর্ষ হয় এবং সে মারা যায়। একই সঙ্গে তার সঙ্গে থাকা এক পাকিস্তানি অনুপ্রবেশকারীও নিহত হয়েছে। পরের দিন সকাল পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান ও গোলাগুলি চলে।

গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, সমন্দর চাচা ১৯৯৫ সাল থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে বসেছিল। গত তিন দশকে সে গুরেজ সেক্টরের পাহাড়ি পথ ব্যবহার করে ১০০টিরও বেশি অনুপ্রবেশ ঘটিয়েছে। ওই এলাকার গোপন রাস্তাগুলো সম্পর্কে তার অদ্ভুত জ্ঞান ছিল, যার কারণে সন্ত্রাসী সংগঠনগুলো তাকে ‘হিউম্যান জিপিএস’ বলে ডাকত। যদিও সে হিজবুল সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তবুও সব বড় সন্ত্রাসী সংগঠনকেই অনুপ্রবেশের পরিকল্পনায় সে সাহায্য করত।

নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, সমন্দর চাচার মৃত্যু সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো অনুপ্রবেশের জন্য তার ওপরই নির্ভরশীল ছিল। তার মৃত্যুর ফলে সীমান্ত এলাকায় অনেক সম্ভাব্য অনুপ্রবেশের পরিকল্পনা ভেস্তে যাবে বলে ধারণা করা হচ্ছে।