পুজোর আগে আরও ৩০০০ টাকা ভাতা বাড়াল সরকার, জেনেনিন কারা পাবেন?

উৎসবের মরশুমের আগেই রাজ্যের চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের জন্য দারুণ খবর দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে। আগে তাঁরা পেতেন মাত্র ২ হাজার টাকা, যা এখন এক লাফে বেড়ে হয়েছে ৫ হাজার টাকা। অর্থাৎ, তাঁদের ভাতা বাড়ছে ৩ হাজার টাকা। এই নতুন নিয়মটি চলতি বছরের ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
রাজ্যের অর্থ দফতর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-ডি ক্যাটাগরির যে পার্ট-টাইম কর্মীরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং যাঁদের ভাতা ‘কনটিনজেন্সি’ খাত থেকে দেওয়া হয়, তাঁরা এখন থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এর বাইরে তাঁরা অন্য কোনো ভাতা বা সুবিধা পাবেন না। এই সিদ্ধান্তটি রাজ্যের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থায় পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ২০২২ সালের ২৯ নভেম্বর জারি করা আগের শর্তাবলির কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে, বাকি সব নিয়ম আগের মতোই থাকবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি কলেজ, ব্লক অফিস এবং বিভিন্ন দফতরে এক বা দুই বছরের চুক্তিতে এই পার্ট-টাইম গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ করা হয়। প্রশাসনিক কাজ সচল রাখার ক্ষেত্রে তাঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তাঁরা খুব কম টাকায় কাজ করতেন, কিন্তু এই নতুন সিদ্ধান্তে তাঁদের আর্থিক অবস্থা অনেকটা ভালো হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই মাসেই মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকরা প্রথম এক বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন। এর পাশাপাশি, স্বাস্থ্যসাথী কার্ড, আবাস যোজনার সুবিধা এবং ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তাও দেওয়া হবে।