ট্যারিফকে ‘অবৈধ’ ঘোষণা করলো মার্কিন আদালত, বড় ধাক্কা খেয়ে কি বললেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিতে বড়সড় ধাক্কা লেগেছে। আমেরিকার একটি আপিল আদালত তাঁর আরোপ করা বেশিরভাগ শুল্ককেই বেআইনি ঘোষণা করেছে। তবে আদালত ১৪ অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার অনুমতি দিয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।
অন্যদিকে, ট্রাম্প এই আদালতের রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে সমস্ত শুল্ক বহাল থাকবে। তিনি আদালতের সিদ্ধান্তকে “ভুল” এবং “পক্ষপাতদুষ্ট” বলে দাবি করেন। তাঁর মতে, এই সিদ্ধান্ত আমেরিকাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে।
সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, “সমস্ত শুল্ক এখনও বলবৎ আছে। আজ অত্যন্ত পক্ষপাতদুষ্ট রায় দিয়েছে আপিল আদালত। তারা ভুল করে বলেছে, শুল্ক প্রত্যাহার করা উচিত, কিন্তু তারা জানে যে শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে। যদি এই শুল্ক কখনো তুলে নেওয়া হয়, তাহলে দেশের জন্য বিপর্যয় নেমে আসবে।”
ট্রাম্প আরও বলেন, বহু বছর ধরে অদূরদর্শী রাজনীতিকদের কারণে আমেরিকা বিদেশি দেশগুলোর অন্যায্য শুল্কের শিকার হয়েছে। এখন সুপ্রিম কোর্টের সহায়তায় তিনি দেশের স্বার্থে এই শুল্ক ব্যবহার করবেন এবং আমেরিকাকে আবার শক্তিশালী করবেন। তিনি বিশ্বাস করেন, শুল্ক আরোপ করা আমেরিকান শ্রমিক ও কোম্পানিগুলোকে সাহায্য করার সবচেয়ে ভালো উপায়।
আপিল আদালত তার রায়ে বলেছে, জরুরি অবস্থা সংক্রান্ত আইন প্রেসিডেন্টকে বেশ কিছু ক্ষমতা দিলেও শুল্ক বা কর আরোপের ক্ষমতা দেয়নি। এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন এখন সুপ্রিম কোর্টে যাবে বলে জানা গেছে।