রাতে বাড়ি ফেরার পথে খুন তৃণমূলকর্মী, মাথাভাঙায় চাঞ্চল্য, গ্রেফতার ২

বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে খুন হলেন এক সক্রিয় তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রামে। নিহতের নাম সঞ্জয় বর্মন, বয়স আনুমানিক ৩৭ বছর। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং খুনের মামলা রুজু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জয় পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং এলাকায় একজন শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন। জোরপাটকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দুই রাজমিস্ত্রি – অজয় বর্মন ও মন্টু বর্মন – এর মধ্যে বচসা চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঞ্জয় সেই ঝগড়া থামাতে এগিয়ে গেলে এক অভিযুক্ত হঠাৎ শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করে। একাধিক আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। অভিযুক্তরা তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

একজন সিভিক ভলান্টিয়ার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করে। শুক্রবার সকালে সঞ্জয়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং এরপর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই আকস্মিক হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সঞ্জয় একজন পরিশ্রমী ও জনপ্রিয় কর্মী ছিলেন এবং কোনো ধরনের ঝামেলায় তিনি জড়িত ছিলেন না। স্থানীয় এক নেতা বলেন, “এভাবে খুন হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”