TRP: প্লুটোর মৃত্যুর পর বিরাট চমক দিল ‘চিরসখা’! প্রথম স্থান দখল করল কে? দেখেনিন একনজরে

কয়েক সপ্তাহ ধরে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র কাছে হেরে গেলেও, এবার নিজের হারানো মুকুট ফিরে পেল ‘পরশুরাম’। এই সপ্তাহে ৭.০ নম্বর পেয়ে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে এই মেগা সিরিয়াল। তবে খুব বেশি পিছিয়ে নেই ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। মাত্র এক নম্বরের জন্য প্রথম স্থান থেকে ছিটকে গিয়ে এটি ৬.৯ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই স্থানে তার সঙ্গী হয়েছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক, ‘চিরসখা’।

তৃতীয় স্থান: এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক, ‘জগদ্ধাত্রী’ এবং ‘পরিণীতা’, যারা যৌথভাবে ৬.৬ নম্বর পেয়েছে। ‘জগদ্ধাত্রী’-তে দুর্গা এবং তার নতুন প্রেমকাহিনি দর্শকদের খুব পছন্দ হয়েছে। অন্যদিকে, ‘পরিণীতা’-তে টগর ও মল্লারের নতুন জুটি এবং তাদের বিয়ের পর্ব দর্শকের আলোচনার কেন্দ্রে ছিল।

চতুর্থ স্থান: ‘ফুলকি’ ধারাবাহিকটি ৬.৪ নম্বর পেয়ে চতুর্থ স্থানে আছে। এই সিরিয়ালে ফুলকি ও রোহিতের রাজনৈতিক লড়াই দর্শকের মন জয় করে চলেছে।

পঞ্চম স্থান: এই সপ্তাহে ‘রাঙামতি তীরন্দাজ’ ৬.১ নম্বর পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। গল্পের মোড় যেমনই হোক না কেন, টিআরপি-তে এই ধারাবাহিক বরাবরই নিজের জায়গা ধরে রাখে।

ষষ্ঠ স্থান: আর্য এবং অপুর গল্প ‘চিরদিনই তুমি যে আমার’ ৬.০ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছে। আর্য যখন অপুকে মনের কথা জানায়, সেই পর্ব দেখে দর্শকরা দারুণ খুশি।

‘আমাদের দাদামণি’ ৫.৪ নম্বর নিয়ে সপ্তম স্থানে রয়েছে। সোম ও পার্বতীর বিয়ের পর তাদের জীবনে আসা নানা কঠিন পরিস্থিতির গল্প চলছে এই ধারাবাহিকে। অষ্টম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গৃহপ্রবেশ’, যারা যৌথভাবে ৫.৫ নম্বর পেয়েছে। অন্যদিকে, ‘তুই আমার হিরো’ ৪.৫ নম্বর পেয়ে রয়েছে দশম স্থানে।

এছাড়া, ট্রেন্ডিং তালিকায় রয়েছে ‘কুসুম’, যার নম্বর ৪.২। সদ্য শুরু হওয়া ‘লক্ষ্মী ঝাঁপি’ও ট্রেন্ডিং-এ জায়গা করে নিয়েছে এবং পেয়েছে ৩.৮ নম্বর। সব মিলিয়ে, এই সপ্তাহে ধারাবাহিকগুলোর মধ্যে নম্বরের পার্থক্য খুব কম। তাই টিআরপি-র লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হয়েছে।