হাতে লাঠি, মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান! ছিঁড়ে ফেলা হল রাহুলের ছবি, কংগ্রেস দপ্তরে BJP সমর্থকদের তাণ্ডবের অভিযোগ

হাতে লাঠি, মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান। এমন অবস্থায় একদল বিজেপি সমর্থক শুক্রবার সকালে হামলা চালালেন রাজ্য প্রদেশ কংগ্রেসের দপ্তরে। অভিযোগ উঠেছে, তারা শুধু রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়েই ক্ষান্ত হননি, ‘ভোট চুরি’র বিরুদ্ধে কংগ্রেসের যে সব ব্যানার ও পোস্টার ছিল, সেগুলোও ছিঁড়ে পুড়িয়ে দিয়েছেন।

হামলার সময় দপ্তরের ভেতরে অল্প কয়েকজন কংগ্রেস কর্মী ছিলেন। তারা প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। তিনি বলেন, “রাজনীতিতে দেউলিয়া না হলে কেউ এমন কাজ করে না। সারা দেশে কংগ্রেস বিজেপির চুরি ধরে ফেলছে বলেই তাদের এত রাগ। দপ্তর যখন ফাঁকা ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আমরা চাই প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক।”

এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসও। দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা করছি। সারা দেশে যেখানে যারাই বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাদের মধ্যে কংগ্রেসও আছে। তবে এটাও দেখতে হবে, বিজেপি কি কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে তুলতে চাইছে কিনা।”

এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে সরব হয়েছে।