বাংলা ভাষা বললেই কি বাংলাদেশি? কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

কোনো ব্যক্তির নাগরিকত্ব যাচাই না করে, কেবল বাংলা ভাষা বলার কারণে তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে কেন? শুক্রবার একটি মামলার শুনানির সময় এই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
ঘটনার সূত্রপাত, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা একটি মামলা থেকে। এই মামলার শুনানিতে বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানান, মাত্র এক সপ্তাহ আগে সোনা বিবি নামে এক অন্তঃসত্ত্বা মহিলাকে কোনো ধরনের প্রমাণপত্র যাচাই না করেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তাঁর একমাত্র অপরাধ, তিনি বাংলায় কথা বলেন।
এই অভিযোগ শোনার পর সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের কাছে জানতে চেয়েছে, ঠিক কীসের ভিত্তিতে ওই মহিলাকে পুশব্যাক করা হয়েছে? বিচারপতিরা কেন্দ্রকে সাত দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যেখানে এই পুশব্যাকের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে।
এই ঘটনা আবারও সামনে নিয়ে এল যে, শুধুমাত্র ভাষার ভিত্তিতে একজন ব্যক্তিকে বিদেশি হিসেবে চিহ্নিত করার বিষয়টি কতটা সংবেদনশীল এবং বিপজ্জনক।