পদ্ম ঝড়ে শূন্য তৃণমূল! পূর্ব মেদিনীপুরে ফের জয়ী বিজেপি, মুখে হাসি নিয়ে যা বললেন শুভেন্দু…?

ভোটের বাংলায় আবারও নিজেদের শক্তি দেখাল বিজেপি। এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল তারা। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন সব রাজনৈতিক দল নিজেদের গুছিয়ে নিচ্ছে, তখন বিজেপির এই জয় তাদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল।
ভগবানপুরের পূর্ব রাধাপুর সমবায় সমিতির মোট ৯টি আসনের সব কটিতেই জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটিও আসন জিততে পারেনি। বৃহস্পতিবার সকাল থেকে ভোট নেওয়া হয় এবং সন্ধ্যায় ফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, বিপুল ভোটে জিতেছে বিজেপি।
বিজেপির এই জয়ে দলের নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব খুশি। তিনি এই জয়কে ‘রাষ্ট্রবাদীদের’ জয় বলে উল্লেখ করেছেন। শুভেন্দু অধিকারী জানান, গত কয়েক মাসে তারা মোট ৫২টি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়েছেন। তার মতে, এই জয়গুলি প্রমাণ করে যে মানুষ কী চাইছে। তিনি আরও বলেন, এই সমবায় সমিতিগুলি আগে সিপিএম এবং তারপর তৃণমূলের দখলে ছিল।
শুভেন্দু অধিকারী রাধাপুরের সব মানুষকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। গত সপ্তাহেই বিরুলয়া সমবায় সমিতির ভোটেও বিজেপি বড় জয় পেয়েছিল। পরপর এই জয়গুলি বুঝিয়ে দিচ্ছে যে, সমবায় নির্বাচনের মতো ছোট ভোটও এখন রাজনৈতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।