ভুয়ো নথিতে ভোটার তালিকায় নাম, স্বরূপনগরে গ্রেফতার বাংলাদেশি যুবক

আবারও রাজ্যে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ইউরোপ থেকে ফেরা এই যুবক, লাল্টু ধাবক (৩০), দীর্ঘদিন ধরে স্বরূপনগর সীমান্ত এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। সম্প্রতি জানা যায়, তিনি জাল নথিপত্র ব্যবহার করে নিজের নাম স্থানীয় ভোটার তালিকায় ঢুকিয়ে ফেলেছেন।

পুলিশ সূত্রে খবর, লাল্টু বিভিন্ন সরকারি কাগজ, যেমন ভোটার কার্ড ও আধার কার্ড, তৈরি করার জন্য তার শ্বশুর-শাশুড়িকে নিজের বাবা-মা হিসেবে দেখিয়েছেন। এই জালিয়াতির খবর প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

লাল্টুর স্ত্রী, সালেহা বিবি, সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে তাদের পরিবারের কোনো ভাই নেই। প্রশ্ন উঠেছে, তাহলে কিভাবে লাল্টু এই জাল পরিচয় তৈরি করতে পারল? স্থানীয় বাসিন্দারা এবং সাংবাদিকরা এই বিষয়ে পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তারা মুখ লুকিয়ে তথ্য দিতে অস্বীকার করেন।

স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছেন, একজন বিদেশি নাগরিক হয়েও কীভাবে লাল্টু ভারতীয় ভোটার তালিকায় নাম তুলতে পারলেন। এই ঘটনার পর স্বরূপনগর থানা এবং প্রশাসন তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয়, এই ধরনের জালিয়াতি বন্ধ করতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয়।