মর্মান্তিক! রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে পিষে দিয়ে গেল গাড়ি, সাহায্য না করে পালাল চালক! দেখুন ভিডিও

গুরুগ্রামের রাস্তায় ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা এখন সবার মুখে মুখে। এক মানসিক ভারসাম্যহীন বা মাতাল ব্যক্তি রাস্তার উপর শুয়ে ছিলেন। তার উপর দিয়ে একটি এসইউভি গাড়ি চালিয়ে চলে গেল এক ব্যক্তি। এই ঘটনায় তীব্রভাবে আহত হলেও ওই ব্যক্তি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন।

এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই হতবাক। ভিডিওতে দেখা যাচ্ছে, চালক চাইলেই লোকটিকে পাশ কাটিয়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, গাড়িটি লোকটির উপর দিয়ে চলে যাওয়ার পরেও চালক একবারও গাড়ি থামিয়ে তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন না।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মানুষের মানবিকতাবোধ কি তাহলে আর অবশিষ্ট নেই? একজন আহত, অসহায় ব্যক্তিকে এভাবে ফেলে চলে যাওয়াটা সমাজের জন্য কতটা লজ্জাজনক, তা নিয়ে আলোচনা হচ্ছে। এই ভিডিওটি আবারও আমাদের সমাজের একটি অন্ধকার দিক তুলে ধরেছে, যেখানে মানুষের প্রতি মানুষের দয়া, মায়া ও দায়িত্ববোধ ক্রমশ কমে আসছে।\