রাজস্থান আর দূরে নয়, বহরমপুরেই তৈরি হচ্ছে বিখ্যাত ‘হাওয়া মহল!’ মুর্শিদাবাদবাসীরা থমকে বসুন

দুর্গাপূজার সময় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে বহরমপুরের বাবুল বোনা সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এই বছর তাদের মণ্ডপের মূল আকর্ষণ হলো রাজস্থানের বিখ্যাত ‘হাওয়া মহল’-এর আদলে তৈরি করা এক বিশাল মণ্ডপ। ৬৭তম বর্ষের এই বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদ জেলার মানুষকে মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

সাধারণত, রাজস্থান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মরুভূমি আর রাজকীয় স্থাপত্যের ছবি। এবার সেই অনুভূতিই পাবেন বহরমপুরের বাসিন্দারা। মণ্ডপটি তৈরি করা হচ্ছে হুবহু জয়পুরের হাওয়া মহলের আদলে।

হাওয়া মহল তার অদ্ভুত নকশার জন্য পরিচিত। পাঁচতলা এই ভবনে আছে ৯৫৩টি ছোট ছোট জানালা, যেগুলোকে স্থানীয় ভাষায় ‘ঝাড়োকা’ বলা হয়। পুজো মণ্ডপেও ঠিক সেই রকমই সূক্ষ্ম কাজ করা জানালা তৈরি করা হচ্ছে।

পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, এই বিশেষ ধরনের জানালাগুলো তৈরি করা হয়েছিল রাজপরিবারের মহিলাদের জন্য, যাতে তাঁরা বাইরে না বেরিয়েও এই জানালাগুলো দিয়ে বাইরের জগৎ দেখতে পান। অনেকেই রাজস্থান ঘুরে দেখতে পারেন না। তাই সেই সমস্ত মানুষের কথা ভেবেই এই হাওয়া মহলের রেপ্লিকা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মণ্ডপটি দর্শকদের কাছে খুবই আকর্ষণীয় হবে বলে আশা করা যাচ্ছে।