মোদি ও তাঁর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কংগ্রেস কর্মীদের, রাহুলের বিরুদ্ধে মামলা বিজেপির

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি তার বিরুদ্ধে মামলা করেছে। পাটনার গান্ধী ময়দান থানায় এই অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু।

‘ভোটচুরি’র অভিযোগে রাহুল গান্ধী বিহারে ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন। বুধবার এই যাত্রার এক সভামঞ্চে কিছু কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর মায়ের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। অভিযোগ, সেই সময় মঞ্চে দলের কোনো জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন না। সাধারণ কর্মীরাই মঞ্চে উঠে এই ধরনের স্লোগান দেন, যা কোনো সংবাদপত্রে লেখার যোগ্য নয়।

বিজেপির অভিযোগ, রাজনৈতিক ইতিহাসে কোনো নেতাকে এভাবে অপমান করা হয়নি। বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু এর জন্য সরাসরি রাহুল গান্ধীকে দায়ী করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধীর উসকানিমূলক কথাবার্তা থেকেই কর্মীরা এমন ভাষা ব্যবহার করতে উৎসাহিত হয়েছেন।

কৃষ্ণ সিং কাল্লু শুধু মামলা করেই থেমে থাকেননি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’য় বাধা দেওয়া হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই অপমানের পর বিহারের মানুষ আর কংগ্রেস-আরজেডি-র কোনো সভা করতে দেবে না।” তার কথায় বোঝা যাচ্ছে যে, আগামী দিনে পাটনায় এই যাত্রার সমাপ্তি অনুষ্ঠানেও অশান্তি হতে পারে।

এই ঘটনায় কংগ্রেস অবশ্য দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, দলের কোনো নেতা এই ধরনের মন্তব্য করেননি এবং কর্মীদের এই ধরনের আচরণ নিন্দনীয়।