‘দুই সন্তানের মা হয়েছে….’, দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, কড়া জবাব দিতে ছাড়লেন না অভিনেত্রী

দীর্ঘ ১০ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার হাত ধরে আবারও পর্দায় ফিরেছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ছবির প্রচারে তারা একসঙ্গে থাকলেও, মুক্তির পর তাদের সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে। সম্প্রতি দেবের একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, আর এবার তারই জবাব দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

একটি সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ ছবিটি তৈরি হতো, তাহলে তিনি কি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? এর উত্তরে দেব বলেন, “এটা নির্ভর করত শুভশ্রী তখন জীবনের কোন পর্যায়ে থাকত— তার বিয়ে হয়েছে কিনা বা দুটি সন্তানের মা হয়েছে কিনা।” তিনি আরও বলেন, যদি শুভশ্রীর মধ্যে সেই ‘সারল্য’ না থাকত, তাহলে অন্য কোনো অভিনেত্রীকে নেওয়া হতো।

দেব আরও জানান, প্রথম ছবি প্রযোজনা করার সময় শুভশ্রীকে প্রধান চরিত্রে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, যদি চরিত্রের জন্য শুভশ্রীকে উপযুক্ত মনে না হতো, তাহলে তাকে অন্য কোনো পার্শ্বচরিত্রে নেওয়া হতো। দেবের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে অভিযোগ করেন যে শুধুমাত্র প্রচারের জন্য শুভশ্রীকে ব্যবহার করা হয়েছে।

দেব-এর মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভশ্রী বলেন, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এমন কথা বলতে পারে, আমার জানা নেই।” তিনি আরও বলেন, পার্শ্বচরিত্রে অভিনয় করতে তার কোনো অসুবিধা নেই, কারণ চরিত্রের গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে একজন নায়িকার সঙ্গে এমন অসম্মানজনক মন্তব্য করাটা তার কাছে অপ্রত্যাশিত।

এই ঘটনার পর দুই তারকার মধ্যে সম্পর্কের দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। তবে, যেহেতু ‘ধূমকেতু’ ছবিটি ভালো ব্যবসা করছে, তাই অনেকে মনে করছেন, এটি ছবিটির প্রচারে আরও বেশি নজর কাড়ার জন্য একটি কৌশল (Publicity Stunt) হতে পারে। এই জুটিকে কি ভবিষ্যতে আবার একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে শুভশ্রীর ব্যঙ্গাত্মক জবাব, “জানি না, মা হয়ে গিয়েছি, চেহারায় সেই সারল্য তো নেই।”