রাশিয়ার প্রথম সমুদ্র-ড্রোন হামলায় ছিন্নভিন্ন ইউক্রেনের বৃহত্তম যুদ্ধজাহাজ, দেখুন সেই ছবি

ইউক্রেনের নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধজাহাজ ‘সিম্ফেরোপল’ ধ্বংস করে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার তৈরি একটি সমুদ্র-ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। রাশিয়ার ইতিহাসে সমুদ্র ড্রোন ব্যবহার করে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস করার এটিই প্রথম সফল অভিযান।
‘সিম্ফেরোপল’ নামের এই জাহাজটি ২০১৯ সালে ইউক্রেনের নৌবাহিনীতে যুক্ত হয়েছিল এবং এটি তাদের সবচেয়ে বড় রণতরী ছিল। রুশ সংবাদ সংস্থা ‘টাস’ জানিয়েছে, রাশিয়ার ‘লগুনা’ শ্রেণির একটি সমুদ্র-ড্রোন দোনুব নদীর মোহনায় জাহাজটিতে আঘাত করে।
ইউক্রেন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় একজন নৌ-কর্মী নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। অনেকে নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। হামলার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে।
রাশিয়া সাম্প্রতিক সময়ে মানববিহীন ড্রোন তৈরি ও এর ব্যবহার অনেক বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উন্নত প্রযুক্তির কারণেই রাশিয়া ইউক্রেনের বিশাল যুদ্ধজাহাজটি ধ্বংস করতে পেরেছে।
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ দীর্ঘ দিন ধরে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। ট্রাম্প রাশিয়াকে বিভিন্নভাবে চাপ দেওয়ার জন্য নিষেধাজ্ঞা বসাচ্ছেন এবং বাণিজ্যিক হুমকিও দিচ্ছেন।