বচসা থামাতে গিয়ে প্রাণ গেল তৃণমূল কর্মীর, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ! শোরগোল কোচবিহারে

কোচবিহারের মাথাভাঙায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাতে মারামারি থামাতে গিয়ে লোহার রড দিয়ে মারধর করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম সঞ্জয় বর্মণ (৩৭)। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অজয় বর্মণ ও মান্টু বর্মণ নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মণ ও মান্টু বর্মণের মধ্যে ঝামেলা হচ্ছিল। তখন সঞ্জয় বর্মণ সেই ঝামেলা থামাতে এগিয়ে যান। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লোহার রড দিয়ে সঞ্জয়ের ওপর হামলা করে। মাটিতে পড়ে যাওয়ার পরেও তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সঞ্জয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মণ বলেন, অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, বরং তারা দুষ্কৃতী। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
তবে মৃতের কাকা ক্ষিতীন্দ্রনাথ বর্মণ দাবি করেছেন, শুধুমাত্র ঝগড়া থামাতে যাওয়ার জন্য এই খুন হয়নি, এটি পূর্বপরিকল্পিত।
পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে।