‘পাধারো মারে দেস’, জাপানে রাজস্থানি পোশাকে মোদীকে অভ্যর্থনা জানালেন ‘জাপানি গুড়িয়ারা!’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাপানে এক দারুণ অভ্যর্থনা জানানো হয়েছে। টোকিওতে তাঁকে স্বাগত জানাতে আসা জাপানি শিল্পীরা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সেজেছিলেন। রঙিন রাজস্থানি পোশাকে তাদের দেখতে অনেকটা জাপানি পুতুলের মতোই লাগছিল। তাই অনেকেই তাদের ‘জাপানি গুড়িয়া’ বলে ডাকছেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসে এই শিল্পীরা ভারতীয় কায়দায় হাত জোড় করে নমস্কার করেন এবং বলেন, “পধারো মারে দেস,” যার অর্থ, “আমাদের দেশে আপনাকে স্বাগতম।” ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের এই ভালোবাসা দেখে মোদী খুবই খুশি হন।
অভ্যর্থনা অনুষ্ঠানে এক শিল্পী মোদীকে ভারতের একটি জনপ্রিয় লোকসঙ্গীত, ‘ভারি জাভু রে’ গেয়ে শোনান। এই গান শুনে মোদী অবাক হয়ে যান এবং আনন্দিত হন। তিনি বলেন, তিনি ভাবেননি যে জাপানে কেউ তাকে এই ধরনের দেশীয় গান শোনাতে পারেন। আরেক দল জাপানি শিল্পী ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেমন মোহিনীআট্টম, কত্থক, ভরতনাট্যম এবং ওড়িশি পরিবেশন করেন। তাদের নাচের সাথে মৃদঙ্গের তালও শোনা যায়।
পরে মোদী শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। এক শিল্পী বলেন, “প্রধানমন্ত্রীর সামনে আমাদের দেশের নৃত্যকলা দেখাতে পেরে আমরা খুবই গর্বিত।” আরেকজন কত্থক নৃত্যশিল্পী বলেন, “মোদীর সামনে নাচতে পারাটা আমাদের জীবনের জন্য একটি স্বর্ণপদক জেতার মতো।”