মারধরের হাত থেকে অন্যকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল যুবকের, গলার নলি কেটে দিল হামলাকারী

হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মারামারির হাত থেকে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ২৬ বছর বয়সী এক যুবক, যার নাম সৌভিক দত্ত। অভিযোগ, তাঁকে ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অমিত রায়চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গতকাল গভীর রাতে পটুয়াপাড়ার একটি ক্লাবে গণেশ পূজার পর খাওয়া-দাওয়া চলছিল। রাত ১২টা নাগাদ সৌভিক দেখতে পান, অমিত রায়চৌধুরী একটি ছেলেকে মারধর করছেন। তখন সৌভিক সেই ছেলেটিকে বাঁচাতে এগিয়ে যান। এ নিয়ে অমিতের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ উঠেছে যে, বচসার এক পর্যায়ে অমিত তার পকেট থেকে ছুরি বের করে সৌভিককে আক্রমণ করেন। তিনি সৌভিকের গলার নলি কেটে দেন।
রক্তাক্ত অবস্থায় সৌভিক মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অমিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাকে হাওড়া আদালতে তোলা হবে।
স্থানীয় বাসিন্দারা এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেছেন। সৌভিকের মামাতো দাদা সুব্রত দে জানান, অভিযুক্ত অমিত মহুরির কাজ করে এবং বাড়ি থেকে ছুরি এনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সৌভিকের বাড়িতে তার মা ও ভাই রয়েছেন। তবে এখনও তার মাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।