একই কলেজের ৭ শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মান! কোন কলেজের শিক্ষকরা গড়লেন এমন নজির? জেনেনিন তাহলে

শিক্ষক দিবসের আগেই দুর্গাপুর গভর্ণমেন্ট আইটিআই কলেজের জন্য দারুণ এক সুখবর। এই বছর একই কলেজের সাতজন শিক্ষক জাতীয় এবং রাজ্য স্তরের সম্মানের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে দুজন শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার এবং বাকি পাঁচজন পাচ্ছেন রাজ্য সরকারের ‘শ্রেষ্ঠত্ব সম্মান’। এমন ঘটনা শহর দুর্গাপুরে এই প্রথম ঘটল।
কলেজের দুই শিক্ষক সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায় এই বছর ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ এর জন্য মনোনীত হয়েছেন। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে তাঁদের এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। এই সম্মাননা অনুষ্ঠানটি হবে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে।
জাতীয় স্তরের এই সম্মানের পাশাপাশি ওই কলেজের আরও পাঁচজন শিক্ষক রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে ‘শ্রেষ্ঠত্ব সম্মান’ পেতে চলেছেন। এই পাঁচজন শিক্ষক হলেন:
জন অ্যান্থনি কুপার (ফিটার)
রমেশ রক্ষিত (ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর, যিনি ২০২৩ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন)
অসীম কুমার মুখোপাধ্যায় (যন্ত্রবিদ)
ইন্দ্রনীল মুখোপাধ্যায় (ডিজেল মেকানিক)
অংশুমান সাহা (রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ইন্সট্রাক্টর)
এ বছর সারা ভারত থেকে মোট ১৬ জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করা হচ্ছে, যার মধ্যে দুজনই দুর্গাপুরের এই কলেজের। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় শুধু কলেজ নয়, পুরো দুর্গাপুর শহরের মানুষ গর্বিত।
শিক্ষকদের এই সাফল্যে কলেজের উপ-অধিকর্তা অরিন্দম আচার্য বলেছেন, “আমাদের দুজন শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন এবং পাঁচজন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন। তাঁরা আমাদের কলেজের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বর্ধমান জেলার গর্ব।”
এই সম্মাননা শুধু শিক্ষকদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি প্রমাণ করে যে স্থানীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কতটা ভালো কাজ করছে।