পরীক্ষা পিছনোর দাবিতে বিতর্কে জড়ালেন ‘সুরেন্দ্রনাথ কলেজের’ অধ্যক্ষ, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে এবার বিতর্কে জড়ালেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের প্রিন্সিপাল। সম্প্রতি একটি প্রতিবাদ কর্মসূচিতে তিনি তৃণমূলের লোগো দেওয়া জামা পরে অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রিন্সিপালকে ‘অযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
ঘটনাটি ঘটেছে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে কিছু শিক্ষার্থী ও শিক্ষক রাস্তায় নামেন। সেখানে সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল করকে তৃণমূলের প্রতীক আঁকা জামা পরে আন্দোলন করতে দেখা যায়। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।
শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন, “একজন প্রিন্সিপাল সরকারি পদের সম্মান ভুলে রাজনৈতিক দলের পোশাক পরে আন্দোলন করছেন। এটা শিক্ষার পরিবেশের পক্ষে ক্ষতিকর। এমন অযোগ্য প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
যদিও এই বিষয়ে প্রিন্সিপাল ইন্দ্রনীল করের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এই ঘটনা শিক্ষামহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে শিক্ষক ও অধ্যক্ষদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।