ভয়াবহ! চার বছরের ছেলেকে জলে ছুড়ে ফেলে দিলেন মা, বললেন- ‘ওকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি’

সন্তানকে হ্রদে ছুড়ে ফেলার এক ভয়াবহ ঘটনা ঘটেছে ওহিওতে। মাত্র চার বছর বয়সের শিশুটিকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। আরও আশ্চর্যের বিষয় হলো, শিশুটিকে তার নিজের মা-ই জলে ফেলে দিয়েছেন বলে অভিযোগ। এরপর মা তার বাকি তিন সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, যদিও তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওই চার বছরের শিশুটিকে হ্রদে ফেলার পর মা নিজেও তার ১৫ বছর বয়সী মেয়ে এবং ১৮ বছরের যমজ দুই ছেলেকে নিয়ে জলে ঝাঁপ দেন। এই ঘটনার এক ঘণ্টা আগে শিশুটির বাবাও একই হ্রদে ঝাঁপ দেন বলে জানা গেছে।

নিউ ইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই পরিবারের দাবি, ছুটি কাটানোর সময় ভগবান তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই কারণেই তারা এমন চরম পদক্ষেপ নিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ওই দম্পতি ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস প্রমাণ করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন।

ঘটনার দিন সকালে বাবা প্রথমে হ্রদে নামেন। এরপর সকাল সাড়ে ৮টা নাগাদ মা তার চার সন্তানকে নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হ্রদের দিকে যান। তিনি চার বছরের ছেলেটিকে জলে ছুড়ে ফেলে দেন এবং এরপর বাকি তিন সন্তানকে নিয়ে নিজেও জলে নেমে যান।

তবে ওই তিন সন্তান নিজেদের চেষ্টায় জল থেকে উঠে আসতে সক্ষম হয় এবং তারা সুরক্ষিত আছে। পুলিশ ওই মহিলাকেও জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি পুলিশকে বলেছেন, তিনি তার ছেলেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন, তাই তাকে জলে ফেলে দিয়েছেন।

এই ঘটনায় শিশুটির বাবা এবং শিশুটি মারা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই মহিলাকে মানসিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর খুনের অভিযোগ আনা হতে পারে। তার বাকি তিন সন্তানকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।