নৌ-ড্রোন হামলায় ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া, দেখুন সেই ভিডিও

এই প্রথমবার নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সিম্ফারোপোল’ নামের এই যুদ্ধজাহাজটি দানিয়ুব নদীর কাছে হামলার শিকার হয়।

রাশিয়া টেলিগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে যে, তাদের নৌ-ড্রোনটি ইউক্রেনের একটি গোয়েন্দা জাহাজে আঘাত হানে। রাশিয়ার দাবি, এই হামলা ছিল নিখুঁত এবং এর ফলে জাহাজটি সঙ্গে সঙ্গে ডুবে যায়।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক এই হামলার খবর নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনীয় সংবাদপত্র ‘কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে, হামলায় একজন নাবিক মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশিরভাগ ক্রু সদস্য নিরাপদে থাকলেও, কিছু নিখোঁজ নাবিকের খোঁজ চলছে।

‘সিম্ফারোপোল’ যুদ্ধজাহাজটি ২০১৯ সালে প্রথম সমুদ্রে নেমেছিল এবং ২০২১ সাল থেকে ইউক্রেনের নৌবাহিনীতে যুক্ত ছিল। এর প্রধান কাজ ছিল গোয়েন্দা নজরদারি করা।

নৌ-ড্রোন হামলার পাশাপাশি রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভেও ভয়াবহ হামলা চালিয়েছে। বুধবার মধ্যরাতে ড্রোন ও মিসাইল দিয়ে চালানো এই হামলায় অন্তত ১৮ জন সাধারণ মানুষ মারা গেছেন। এই হামলার পর ইউরোপের দেশগুলো রাশিয়ার আচরণের সমালোচনা করে বলেছে যে, রাশিয়া শান্তির নামে নাটক করছে।