টাকা মিলছে, তবুও যাবেন না! কীসের ভয়ে ভিন রাজ্যে যেতে নারাজ ঢাক শিল্পীরা? জানলে চমকে যাবেন

দুর্গাপূজার সময় যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়িতে ফেরেন, তখন মালদহের অনেক ঢাকি আবার জীবিকার টানে অন্য রাজ্যে পাড়ি দেন। কিন্তু এবার সেই চেনা ছবিতে ছেদ পড়েছে। বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হওয়ার ভয়ে অনেক ঢাক শিল্পীই এবার বাইরে যেতে চাইছেন না।

সাধারণত, পুজোর সময়ে মালদহ জেলার শিল্পীরা রাজস্থান, গুজরাট, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্য থেকে ডাক পান। সেখানে ঢাক বাজিয়ে তাঁরা ভালো রোজগার করেন। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। তাদের অভিযোগ, অন্য রাজ্যে গেলে বাঙালিদের প্রায়ই বাংলাদেশি বলে সন্দেহ করা হয় এবং পুলিশি হেনস্থার শিকার হতে হয়। এই ভয়েই এবার অনেকে আর বাইরে যেতে রাজি নন।

এক ঢাক শিল্পী সঞ্জয় রবিদাস বলেন, “জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক পাওয়া যায় না। তাই আমরা অন্য রাজ্যে যাই। কিন্তু গত কয়েক মাস ধরে সেখানে বাঙালিদের অনেক সমস্যা হচ্ছে। পুলিশ বাংলাদেশি সন্দেহে আমাদের আটক করছে।”

তিনি আরও বলেন, এই অবস্থায় তাঁরা খুব চিন্তিত। তাই তাঁরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন, অন্যান্য শিল্পীদের মতো তাঁদের জন্যও যেন ভাতার ব্যবস্থা করা হয়। এতে তাঁরা সারা বছর নিজেদের জেলাতেই কাজ করে রোজগার করতে পারবেন।

ঢাক শিল্পীরা সারা বছর অন্য কাজ করলেও, এই পুজোর মরশুমের অপেক্ষায় থাকেন ভালো রোজগারের আশায়। কারণ এই সময় ভিন রাজ্যে তাদের চাহিদা থাকে এবং তারা ভালো পারিশ্রমিক পান। কিন্তু এই বছর, ভিন রাজ্য থেকে ডাক এলেও, সেখানকার আতঙ্কের পরিবেশের কারণে মালদহের ঢাক শিল্পীরা বেশ চিন্তায় পড়েছেন।