৮ মাসেই সন্তান! তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন? কটাক্ষের জবাব দিলেন শ্রীময়ী

বিয়ের সাড়ে আট মাসের মাথায় সন্তানের জন্ম দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অনেকে প্রশ্ন তুলেছিলেন, তিনি কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন? এই বিষয় নিয়ে আবারও মুখ খুলেছেন তিনি।
গণেশ চতুর্থীর দিনে একটি সাক্ষাৎকারে শ্রীময়ী জানান, তার মেয়ে কৃষভি দেখতে একেবারে কাঞ্চন মল্লিকের মতো, যেন বাবার জেরক্স কপি। শুধু দেখতেই নয়, স্বভাবও বাবার মতোই হয়েছে। শ্রীময়ী বলেন, “গর্ভবতী অবস্থায় আমি কাঞ্চনকে বলেছিলাম যে যদি আমার মেয়ে হয়, তাহলে তার কোমর থেকে পায়ের অংশটা যেন তোমার মতো হয়। তাহলে ও একটু স্টিলেটো পরতে পারবে। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
তিনি আরও বলেন, তার মেয়ে কাঞ্চনের মতো হওয়ায় এখন আর কাউকে মাসের হিসাব দিতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, “আট মাসে না নয় মাসে, বৈধ না অবৈধ প্রমাণ করার জন্য আর কিছু বলতে হবে না। আজীবন বলতে হবে যে ও কাঞ্চনেরই একটা অংশ।”
কাঞ্চন মল্লিক এই কথার জবাবে বলেন, “ছেলে-মেয়ে সমান সমান। আমার কাছে আমার মেয়ে লক্ষ্মীর মতো।” তিনি আরও মজার ছলে বলেন, মেয়ের মুখ তার মতো হলেও কানটা তার মতো হয়েছে। অভিনেতা জানান, তার মেয়ের মুখটা শ্রীময়ীর মতো গোল, কিন্তু চোখ আর হাসি দেখে সবাই মনে করে তার মতো।
এই কথায় শ্রীময়ী রসিকতা করে বলেন, “যাক, স্থায়ী ছাপ তোমার। শুভাকাঙ্ক্ষী বা অশুভাকাঙ্ক্ষী, কেউই আর মাসের হিসাব করতে পারবে না।”
গত বছর কালীপূজার পর তাদের মেয়ে কৃষভির জন্ম হয়। কাঞ্চন জানান, শ্রীময়ী তার আগে দুর্গাপূজা এবং কালীপূজা, দুটোতেই জমিয়ে ঠাকুর দেখেছিলেন। কৃষভির জন্মের সময় শ্রীময়ীর জন্ডিস হয়েছিল এবং কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল। এই প্রসঙ্গে কাঞ্চন মজা করে বলেন, “তাই তো এত রাগ, এত কষ্ট করেও মেয়ে আমার মতো দেখতে হলো।”