বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা মোহন ভাগবতের, বললেন, ‘শুধু বৈধ নাগরিকদেরই…’

দেশের সম্পদ ও কর্মসংস্থান কেবলমাত্র বৈধ নাগরিকদের জন্যই রাখা উচিত— এই কথা বলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিষয়ে কড়া মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত রক্ষা করতে হলে অনুপ্রবেশের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তিনি প্রশ্ন তোলেন, যদি ডিএনএ এক হয়ও, তাহলে কেন নিয়ম মেনে ভারতে আসা হয় না?
মোহন ভাগবত বলেন, “নিয়ম-কানুন ভেঙে বেআইনিভাবে কোনো দেশে প্রবেশ করা ঠিক নয়। এতে নানা সমস্যা তৈরি হয়।” তিনি আরও বলেন, দেশের কর্মসংস্থান প্রথমে এদেশের নাগরিকদেরই দেওয়া উচিত। ভারতে মুসলিম নাগরিকরাও রয়েছেন, তাদেরও কাজের দরকার আছে। যদি অন্য দেশের কাউকে কাজ দিতেই হয়, তবে তা আইনি পথে এলে কোনো সমস্যা নেই।
অনেকেই মনে করেন, আরএসএস এবং বিজেপির মধ্যে কোনো মতবিরোধ আছে। এই বিষয়ে ভাগবত বলেন, “আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু মনভেদ নেই।” তিনি আরও বলেন যে, তারা আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করেন।
সম্প্রতি দেশের কিছু রাজ্যে ভাষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়েও কথা বলেছেন মোহন ভাগবত। তিনি বলেন, “ভারতের প্রতিটি ভাষাই জাতীয় ভাষা। কোনো একটি ভাষাকে আলাদা করে ‘জাতীয় ভাষা’ ঘোষণা করা উচিত নয়। প্রত্যেক ভাষার নিজস্ব মর্যাদা এবং ঐতিহ্য রয়েছে, যা সম্মান করা দরকার।” তিনি আরও বলেন যে, প্রত্যেক নাগরিকের মাতৃভাষায় শিক্ষা ও যোগাযোগের অধিকার আছে এবং এই নিয়ে কোনো বিরোধ করা ঠিক নয়।