বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, লুট লক্ষাধিক টাকাও…! অবশেষে গ্রেফতার রতন রাজবংশী

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাস ও প্রতারণার অভিযোগ উঠেছে রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তিনি শুধু সহবাসই করেননি, ওই মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মায়াপল্লীর ওই মহিলা নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, গত তিন বছর ধরে রতন রাজবংশীর সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রতন একাধিকবার তার সঙ্গে সহবাস করেছেন। এর পাশাপাশি, বিভিন্ন প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও নিয়েছেন। কিন্তু এখন রতন ওই মহিলাকে বিয়ে করতে রাজি নন।

অভিযোগ উঠেছে, রতন ওই মহিলাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। শুধু তাই নয়, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি রতনের কাছে রয়েছে এবং তিনি সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করছেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে একটি বড় চক্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগকারী মহিলা নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি চান পুলিশ দ্রুত ব্যবস্থা নিক এবং অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।