ট্রেন থেকে নামতেই পুলিশের জালে মহিলা, ‘ব্যাগটা দিয়ে দিন!’ কারণ শুনলে চমকে উঠবেন

মালদহ থেকে শিলিগুড়িগামী একটি ট্রেনে করে নকশালবাড়ি এসে মাদক পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই মহিলাকে হাতেনাতে ধরে। তার কাছ থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেনে করে এসে রথখোলায় মাদক হাতবদলের জন্য অপেক্ষা করছিল ওই মহিলা। সেই সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায় এবং তার ব্যাগ থেকে মাদক উদ্ধার হয়।

গ্রেপ্তার হওয়া মহিলার নাম লক্ষ্মী মণ্ডল। তার বাড়ি মালদহের কালিয়াচকে। পুলিশ জানিয়েছে, তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত আরও সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে।